জুন ২৪, ২০২৩, ০৬:১৪ পিএম
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাতকে জাপান সরকার সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেস উইথ নেক রিবন’কে হস্তান্তর করেছে। ড. আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
বৃহস্পতিবার (২২ জুন) ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির বাসভবনে আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ড. আবুল বারকাত-এর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
শনিবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ৩ নভেম্বর অধ্যাপক বারকাতকে জাপান সরকার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়।
একাডেমিক ক্ষেত্রে বাংলাদেশে জাপান সম্পর্কে অধ্যয়নের (জাপানিজ স্টাডিজ) শক্তিশালী ভিত্তি স্থাপনে অবদানের স্বীকৃতিস্বরূপ ড. আবুল বারকাতকে জাপান সরকার এ সম্মাননা দিয়েছে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠার জন্য অধ্যাপক বারকাতকে কৃতজ্ঞতা জানান জাপানের রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত উল্লেখ করেন, বর্ণাঢ্য কর্মজীবনে অধ্যাপক বারকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৪১ বছরের কর্মজীবনে তেমনই একটি ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা।
তিনি বলেছেন, ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে আবুল বারকাত ১৯৯৪ সাল থেকে জাপানের ওডিএ প্রকল্প এবং জাপানের অর্থনীতির সঙ্গে যুক্ত অসংখ্য বক্তৃতা দিয়েছেন, সমীক্ষা চালিয়েছেন এবং মূল্যায়ন প্রতিবেদন ও প্রকাশনা বের করেছেন। তিনি ২০১২ সাল থেকে পরিচালক হিসেবে জাপান স্টাডি সেন্টারের (জেএসসি) উন্নয়নে অবদান রেখেছেন।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবে ২০১৪ সালে বাংলাদেশ সফরের সময় ‘জাপান স্টাডি সেন্টার’ পরিচালিত গবেষণা কার্যক্রমকে জোরদার করার অঙ্গীকার করেছিলেন। ২০১৮ সালে স্টাডি সেন্টারকে বিভাগে উন্নীত করা হয়। এতে জাপানিজ স্টাডিজের ছাত্ররা স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারছেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও জাপান স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আবদুল্লাহ-আল-মামুন, অর্থনীতি সমিতির বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে অধ্যাপক মোঃ আইনুল ইসলাম ও ড. জামালউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।